ফটোশপে ছবি এডিটিং - কালার এ্যাডজাস্টমেন্ট
ফটোশপে ছবি এডিটিং এর আজকের পর্বে আমরা দেখবো কিভাবে একটি ফটোকে তিনটি এ্যাডজাস্টমেন্ট অপসন এর মাধ্যমে একটি ন্যাচারাল লুক দেয়া যায়।
![]() |
ফটোশপে ছবি এডিটিং-কালার এ্যাডজাস্টমেন্ট |
কাজটি শুরু করার পূর্বে আমরা জেনে নেই- এ পর্বে কি কি এ্যাডজাস্টমেন্ট অপসন ব্যবহার করা হবে। এ্যাডজাস্টমেন্ট অপশনগুলোর মধ্যে রয়েছেঃ
১. Curve Adjustment
২. Saturation and Vibrance
৩. Particular single color adjustment using curve option
Curve Adjustment কি?
কার্ভ এ্যাডজাস্টমেন্ট সাধারণভাবে যে কোন ছবির উপর কালার হাইলাইট ও কালার শেচুরেশন বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থ্যাৎ ছবির উপর একটি ইংরেজি বর্ণমালার মত করে S Curve তৈরী করা হয়। নীচের ছবিটি দেখুন -
![]() |
Curve adjustment |
Vibrance and Saturation
Vibrance ও Saturation এর কাজ প্রায় একই। Saturation পুরো ইমেজের উপর কালার এর ইনটেনসিটি বাড়ায় বা কমায়, পক্ষান্তরে Vibrance কালার এর ইনটেনসিটি বাড়ায়/কমায় শুধুমাত্র ছবির মিডটোন অংশে।
Particular Single Color Adjustment Using Curve Option
অর্থ্যাৎ আমরা চাইলে একটি নির্দিষ্ট কালার এর উপর কালার ইনটেনসিটি বাড়াতে বা কমাতে পারি। যেমন ধরুন আমরা চাচ্ছি ছবিটিতে, RED এবং Blue কালারকে ডমিনেন্ট করাবো যাতে করে ছবিটিতে আরেকটু ন্যাচারাল লুক আসে।
এ পর্যায়ে নীচের ছবিটিতে আমরা এই ৩টি এ্যাডজাস্টমেন্ট পর্যায়ক্রমে এ্যাপ্লাই করে দেখবো ছবিটি কতোটা ন্যাচারাল হয়।![]() |
Photoshop photo editing-original image |
১. প্রথম ধাপ-Curve Adjustment:
অপশন এ আড়া-আড়ি রেখাটিকে উপর দিকে টেনে সামান্য হাইলাইট বাড়ালাম এবং একইভাবে নীচের দিকে এসে রেখাটিকে কিছুটা নামিয়ে দিয়ে সেচুরেশন বাড়িয়ে S সেপ দিলাম।
২. দ্বিতীয় ধাপ-Vibrance and Saturation Adjustment:
ছবিটির এ্যাডজাস্টমেন্ট প্লেটের দিকে তাকালে দেখবেন - সেচুরেশন বাড়ানোর ফলে ছবি un-realastic কালার দেখাচ্ছিল, তাই vibrance slider টিকে বাম দিকে সরিয়ে দুইয়ের মাঝে কালার এর একটি সমন্বয় করা হয়েছে।
![]() |
Vibrance and Saturation Adjustment |
৩. Particular Single Color Adjustment Using Curve Option:
তৃতীয় ধাপে আমরা আবারও Curve Adjustment অপসনটি আরেকবার ব্যবহার করবো। এবার, RED এবং Blue কালারটিকে আলাদা আলাদাভাবে একটু বাড়িয়ে নিবো কারণ, ছবিটিতে ইয়েলো কালারটির ডমিনেশন লক্ষ্য করা যায়।
![]() |
...with curve adjustment 2nd time |
- ছবিতে দেখানো এ্যাডজাস্টমেন্টগুলো পরিষ্কার বুঝা না গেলেও আপনারা যখন আপনাদের কম্পিউটারে অপশনগুলো এ্যাপ্লাই করবেন, তখন বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে।
আশা করি যারা ফটো এডিটিং এ নতুন তারা আমার দেখানো এই টিপসটি ফলো করে আপনাদের ফটোশপে ছবি এডিটিং অভিজ্ঞতাকে আরো প্রসারিত করতে পারবেন।
কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে ভুল করবেন না।
Nice article on Photo editing! looking for next tips
উত্তরমুছুন