Twitter account create করা খুব সহজ একটি বিষয়। যেকেউ চাইলে তার নিজের নাম অথবা তার বিসনেস এর নাম একটি টুইটার একাউন্ট ক্রিয়েট করতে পারেন।
বর্তমানে সাড়া পৃথিবীতে টুইটার ইউজার রয়েছে প্রায় ৩৫০ মিলিয়ন এর উপরে। খোদ যুক্তরাষ্ট্রে প্রতি ৫ জনে ১ জন টুইটার ব্যবহার করেন। ৬৩.৭% পুরুষ ও ৩৬.৩ মহিলা টুইটার ব্যবহার করেন।
টুইটার হলো এমন একটি সোশ্যাল মিডিয়া যা ব্যক্তিগত অথবা বিজনেস উভয় ব্যবহারেই অধিকতর কার্যকরী। আপনি যদি মার্কিনযুক্তরাষ্ট্রে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের সাথে কানেকটেড থাকতে চান বা তাদের সাথে তথ্যের আদান প্রদান করতে চান তবে আপনার একটি টুইটার একাউন্ট লাগবেই। রাজনীতি হতে ব্যবসা-সবজায়গায়ই টুইটার ব্যবহার হচ্ছে।
বর্তমান বিশ্বে আপনি শীর্ষ মানুষদের এরকম কমই পাবেন-যিনি বা যার একটি Twitter Account নেই।
বিশেষ ২০ জন twitter users এর তালিকা
এই নিবন্ধে আমি টুইটার এর ব্যবহার ও জনপ্রীয়তা নিয়ে আর কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করিনা, কারণ এটা সবারই জানা বিষয়।
অনেকে Twitter কে একটি সর্ট ম্যাসেজিং সোশ্যাল মিডিয়াও বলে থাকেন।
আপনি যাই পোষ্ট করতে যাবেন, আপনাকে স্ট্যাটাসে ১৪০ কারেক্টার এর মধ্যেই থাকতে হবে। এর বেশী আপনি লিখতে পারবেন না। অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো আপনি চাইলেও আপনার নামে একটি ব্যক্তিগত টুইটার একাউন্ট খুলে নিতে পারেন।
যেকারণে টুইটার বিসনেস প্রোফাইল ব্যবহার করবেন
Brand Awareness বৃদ্ধি করাই Twitter Business Account ব্যবহারের মূল্য উদ্দেশ্য। আপনি চাইলে আপনার ব্যবসাকে টুইটার এর মাধ্যমে profitable business হিসেবে দাড় করাতে পারেন।
- আপনার ওয়েবসাইট টার্গেটেড ভিসিটর্স নিয়ে আস্তে পারবেন।
- কাস্টমার সার্ভিস দেয়ার জন্য এটি একটি ভালো প্লাটফর্ম।
- টুইটার business account এর মাধ্যমে সার্বক্ষণিক কাস্টমার-দের আপডেট রাখতে পারবেন।
এই নিবন্ধে আমি দেখাবো কিভাবে একটি টুইটার বিজনেস্ বা ব্র্যান্ডিং একাউন্ট খুলবেন, একটি সুন্দর প্রোফাইল সাজাবেন ও আপনার বিজনেস পেজে কিভাবে পোষ্ট করবেন।
টুইটারে বিজনেস একাউন্ট খোলা
প্রথমেই গুগুল সার্চবক্সে লিখুন - Twitter.com এবং এন্টার করুন। টুইটার এর অফিসিয়াল ওয়েবসাইট পাবেন, প্রদর্শীত লিঙ্কে ক্লিক করে সাইন-আপ লিঙ্কে ক্লিক করুন।গুগলে শুধুমাত্র Twitter sign up লিখলেও আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। (নিচের চিত্রটি দেখুন) -
Sign up with phone or email বক্সে ক্লিক করলে - আরেকটি উইনডো ওপেন হবে, জাস্ট নেক্সট ক্লিক করে পরবর্তী ধাপে যান।
এখানে আপনি আপনার বিসনেস নাম, ইমেইল এড্রেস ও ডেট অফ বার্থ দিবেন (বিসনেস এর জন্য ডেট অফ বিরত এ বিসনেস স্টার্ট এর তারিখটি লিখে দিতে পারেন )।
উদাহরণ হিসেবে আমি আমার বিসনেস তথ্যগুলো দিলাম।আপনি আপনার ইনফর্মাশনগুলো দিবেন।
এখানে Signup এ ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে signup সম্পন্ন করুন।
*** আপনার ইমেইল এ একটি এক্টিভেশন কোড পাঠানো হবে - সেটি এক্টিভেশন বক্সে বসিয়ে বিসনেস একাউন্টটি এক্টিভেট করে নিবেন।
Twitter Business Profile সাজানো
প্রথমেই আপনাকে প্রোফাইল ফটো দিতে হবে, এখানে আপনি আপনার কোম্পানির লোগোটি দিতে পারেন।
উপরে একটি বিসনেস ব্যানার আপলোড করে দিন, হতে পারে এটা আপনার প্রোডাক্ট এর কোনো ইমেজ অথবা, ব্রান্ডিংয়ের সাথে সম্পর্কিত কোনো টেক্সট বা ইমেজ।
এবার বায়ো সেক্শনে সংক্ষিপ্তাকারে বিসনেস সম্পর্কিত মূল কিছু তথ্য লিখে দিন.চিত্রটিতে আমি আমার বিসনেস ইনফরমেশনগুলো দিয়েছি, আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন।
*** প্রোফাইল সাজানোর সময় যতদূর সম্ভব ডিটেলসগুলো দিতে ভুল করবেননা। লোকেশন, ওয়েবসাইট, ফোন নম্বর দিবেন।আরো অনেক অ্যাডভান্স সেটিংস আছে যা আপনি প্রাইভেসী সেটিংস থেকে সেট করে নিতে পারবেন যেমন, আপনার থিম কালার এ আপনার ব্রান্ডিংয়ের কালার টি বেবহার করতে পারেন।
এখানে আপনি কিকি বিষয়ের উপর ইন্টারেস্ট তা জানার জন্য একটি ডায়লগ বক্স আপনার সামনে হাজির হবে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে। বেছে বেছে ইন্টারেস্টগুলোর উপর টিক মার্ক দিতে পারেন, না দিলেও সমস্যা নাই।
হয়ে গেলো আপনার একটি twitter business account.
মূল কথা হলো, টুইটার এর ইন্টারফেসটি অনেকই সহজ একটি ইন্টারফেস, যেকেউ স্টেপ্সগুলো দেখে দেখে তার আইডিটি তৈরী করতে পারেন ।
নিবন্ধটির কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে।